ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

নিজেকে সর্বকালের সেরা ভাবেন না জকোভিচ

নোভাক জকোভিচ ক্যারিয়ারের তৃতীয় ফ্রেঞ্চ ওপেন জিতেছেন রবিবার। ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নতুন উচ্চতায় উঠেছেন জকোভিচ। পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম এখন এই সার্বিয়ান কিংবদন্তির। পুরুষ এককে গ্র্যান্ড স্ল্যাম জয়ে সবার উপরে থাকলেও নিজেকে সর্বকালের সেরা ভাবেন না জকোভিচ।


টেনিসের উন্মুক্ত যুগে জকোভিচের ২৩ গ্র্যান্ড স্ল্যামই পুরুষ এককে সর্বোচ্চ, নারী এককে সেরেনা উইলিয়ামসেরও ২৩টি। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম নিয়ে নারীদের মধ্যে শীর্ষে মার্গারেট কোর্ট। টেনিস বিশ্বে অনেকের মতে জকোভিচ এখন সর্বকালের সেরা।


নাদালের ২২ গ্র্যান্ড স্ল্যাম ছাড়িয়েছেন। এখন তাকে সর্ব কালের সেরা বলা যায় কিনা, এ প্রসঙ্গে জকোভিচের উত্তর, 'আমি বলতে চাই না, আমিই সর্বকালের সেরা। কারণ এতে অন্য যুগে জেতা সেরাদের অসম্মান করা হবে। এই আলোচনায় আমি ঢুকতে চাই না। আমি আমার নিজের ইতিহাস লিখছি। আলোচনাটা অন্যদের ওপর ছেড়ে দিতে চাই।’


গ্র্যান্ড স্ল্যামের দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে যাওয়ায় খুশি জকোভিচ। রজার ফেদেরার অবসর নিয়েছেন। নাদাল ঘোষণা করেছেন ২০২৪ হবে তার শেষ মৌসুম। ৩৬ বছরের জকোভিচ বলেন, 'গ্র্যান্ড স্ল্যামে তাঁদের দুজনের চেয়ে এগিয়ে যাওয়ার অনুভূতি চমৎকার। তবে সবাই নিজের ইতিহাসটাই লিখছে।'


অবসর নিয়ে জকোভিচ বলেন, 'যেহেতু আমি গ্র্যান্ড স্ল্যাম জিতছে, কেন অবসরের কথা ভাববো। আমি এখনও সেরা টেনিসটা খেলে যেতে চাই।'

ads

Our Facebook Page